সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

লক্ষ্মীপুরের লুধুয়া মাদ্রাসায় ৫০তম বার্ষিক ওয়াজ মাহফিল

by ঢাকাবার্তা

লক্ষ্মীপুর প্রতিনিধি ।। 

লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত মাদ্রাসা-ই-ইশা’আতুল উলুম লুধুয়ার উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর ৫০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানের সময়সূচি ও স্থান

শুক্রবার এবং শনিবার বাদ মাগরিব থেকে শুরু হবে এই মাহফিল। এটি মাদ্রাসা মাঠে আয়োজন করা হবে।

মাহফিলের সভাপতি:

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আমীরে শরীয়ত, আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, যিনি জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর ও মাদ্রাসা-ই-ইশা’আতুল উলূম লুধুয়ার মুহতামিম।

প্রথম দিন বয়ান পেশ করবেন:

মাওলানা আবদুল আওয়াল, মাওলানা ওবায়দুল্লাহ হাসান, মাওলানা আব্দুর রহমান জালালী এবং মাওলানা আবুল হাসান রাজাপুরী।

দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন:

মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা শিব্বির আহমাদ, ইসমাইল হুসাইন সিরাজী এবং রিজ‌ওয়ান রফিকী।

এ মাহফিলের মাধ্যমে এলাকাবাসী দ্বীনি শিক্ষা ও ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করতে পারবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net