শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

এমআইএস বন্ধ, সরকারি সহায়তা থেকে বঞ্চিত আহত-শহীদ পরিবার

by ঢাকাবার্তা
ছাত্রলীগের নির্যাতনের শিকার এক বৈষম্যবিরোধী ছাত্র। ২০২৪ সালের ১৫ জুলাই ঢাবি ক্যাম্পাস থেকে তোলা ছবি।

স্টাফ রিপোর্টার ।।

সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার। স্বাস্থ্য অধিদপ্তরের ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)’ প্রায় দুই মাস ধরে বন্ধ থাকায় নতুন করে নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না। এতে অনেকেই অর্থ সহায়তা, চিকিৎসা ব্যয় ও মাসিক ভাতা থেকে বঞ্চিত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আহত ও শহীদ পরিবারের সহায়তার জন্য এমআইএস-এ তালিকা তৈরি করা হয়। কিন্তু গত ১৯শে জানুয়ারি থেকে এ কার্যক্রম বন্ধ। ফলে অনেক আবেদনকারী ন্যায্য সুবিধা পাচ্ছেন না।

ঢাকা জেলার সিভিল সার্জন অফিস জানায়, শুধুমাত্র ঢাকায় ১২৬টি ফাইল ভেরিফাইড হয়ে পড়ে আছে। সারা দেশে প্রায় দুই হাজার আহত ব্যক্তির নাম অন্তর্ভুক্তির অপেক্ষায়। তিনজন শহীদের ক্ষেত্রেও যাবতীয় যাচাই-বাছাই সম্পন্ন হলেও নাম অন্তর্ভুক্ত করা যায়নি।

এ নিয়ে ব্যাপক দুর্ভোগে পড়েছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। যাত্রাবাড়ীর শহীদ জাহিদ-এ-রহিমের পরিবারসহ অনেকেই আবেদনপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও ফিল্ড ভেরিফিকেশন শেষ করেও কোনো সরকারি সহায়তা পাচ্ছেন না। একই অবস্থা মো. ইসমাঈল হোসেন, উজ্জল হোসেন ও মো. সোহানের মতো অনেক আহত ব্যক্তির।

ঢাকা সিভিল সার্জনের মতে, এমআইএস চালু হলে দ্রুত তালিকাভুক্তির কাজ শুরু হবে। ইতোমধ্যে ২,২২০ জন আহত ব্যক্তির জন্য স্বাস্থ্য কার্ড প্রস্তুত হয়েছে, যার মাধ্যমে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মিলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এমআইএস চালুর ওপরই নির্ভর করছে বাকি সহায়তা কার্যক্রম। আহত-শহীদ পরিবার এবং সংশ্লিষ্টরা দ্রুত এমআইএস চালু করে সহায়তা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।


এভাবে সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ তথ্য আগে দিয়ে ধাপে ধাপে বিস্তারিত ব্যাখ্যা করেছি।
আরও সংক্ষেপ করতে চাইলে জানাবেন!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net