স্টাফ রিপোর্টার ।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনের জন্য ১০ হাজার টাকায় মনোনয়ন ফরম উন্মুক্ত করেছে। তবে কেউ চাইলে এর চেয়ে বেশি অর্থ দিতে পারবেন। শ্রমিক শ্রেণির প্রার্থীদের জন্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে তিন ধাপে মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
কমিটির সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘আজ থেকে সারা দেশে মনোনয়ন ফরম উন্মুক্ত করা হলো। এনসিপির আবেদন ফরম পূরণ করে যে কেউ মনোনয়ন নিতে পারবেন। জনগণের সেবার মানসিকতা যার থাকবে, যাচাই-বাছাই করে তাঁকেই মনোনয়ন দেওয়া হবে।’
তিনি আরও জানান, তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে—কেন্দ্রীয় কার্যালয়, এনসিপির ওয়েবসাইট এবং দুই মুখ্য সংগঠক হাসনাত-সারজিসসহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ শুরু হলো। ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, তবে কেউ চাইলে বেশি দিতে পারেন। শহীদ পরিবার, আহত ব্যক্তি ও শ্রমিক শ্রেণির প্রার্থীদের জন্য ফরমের মূল্য মাত্র ২ হাজার টাকা রাখা হয়েছে।’
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।