ডেস্ক রিপোর্ট ।।
৭০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন হলো নিউক্যাসল ইউনাইটেড। আজ ওয়েম্বলিতে ইংলিশ লিগ কাপের ফাইনালে ফেবারিট লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা। একই সঙ্গে লিভারপুলের ‘ডাবল’ জয়ের স্বপ্নও চুরমার হয়।
ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫ মিনিটে) ড্যান বার্নের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। বিরতির পর ৫২ মিনিটে আলেক্সান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন। লিভারপুল শেষ মুহূর্তে (যোগ করা সময়ের ৪ মিনিটে) ফেদেরিকো কিয়েসার গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি।
১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর এবারই প্রথম বড় কোনো ঘরোয়া শিরোপা জিতল উত্তর-পূর্ব ইংল্যান্ডের ক্লাবটি। এর আগে ১৯৬৯ সালে তারা ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ জিতলেও, সেটিও আজ থেকে ৫৬ বছর আগের ঘটনা।
এই হারে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগে ছিটকে পড়ার পর লিভারপুলের ট্রফি জয়ের আশা এখন শুধু প্রিমিয়ার লিগে টিকে আছে। হতাশ লিভারপুলের খেলোয়াড়রা মাঠ ছাড়েন মাথা নিচু করে।