শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

একাত্তর ও গণতন্ত্রে ছাড় নয়: মির্জা ফখরুল

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এই সরকারের গত ১১ মাসের কাজের মূল্যায়নে আমি ১০-এর মধ্যে ৪ দেব।’

by ঢাকাবার্তা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার ।। 

একাত্তর ও গণতন্ত্রের প্রশ্নে কোনো ধরনের ছাড় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। গণতান্ত্রিক ব্যবস্থায়ও কোনো ছাড় নেই।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার শিরোনাম ছিল—‘গণ–অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’।

মির্জা ফখরুল বলেন, দেশে মবোক্রেসি, হত্যা, ছিনতাই ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গণতন্ত্রবিরোধীরা আবারও সংঘবদ্ধ হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি আরও বলেন, দেরি করলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। তাই সংস্কার, সনদ ও নির্বাচনের ভিত্তিতে দ্রুত এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।

আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘গণতন্ত্র টিকিয়ে রাখতে ঐকমত্য জরুরি। সংস্কার, বিচার ও নির্বাচন এখন অপরিহার্য হয়ে উঠেছে।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘গণ–অভ্যুত্থানের পর প্রত্যাশিত পরিবর্তন ঘটেনি।’

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ৯০ ভাগ মানুষের নাম আমরা জানি না। অনেকেই রাজনৈতিক স্বার্থে সেই অবদানকে খাটো করছেন।’

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এই সরকারের গত ১১ মাসের কাজের মূল্যায়নে আমি ১০-এর মধ্যে ৪ দেব।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘গণ–অভ্যুত্থানের প্রত্যাশা ছিল বিভেদের রাজনীতি না করা। এখনো সেই বিভেদ চলছে। বিচারহীনতার সংস্কৃতি রয়ে গেছে।’

সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ১২–দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের শহীদ উল্লাহ কায়সার, জেএসডির তানিয়া রব, গণফোরামের মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কাউন্সিলের নাঈম জাহাঙ্গীর এবং নারী মুক্তি কেন্দ্রের সীমা দত্ত প্রমুখ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net