রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, দাবি এনসিপির

by ঢাকাবার্তা
বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপির সমাবেশ

স্টাফ রিপোর্টার ।।

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন দলটির নেতারা। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন এবং বিভিন্ন থানার নেতা-কর্মীরা যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে তা প্রতিহত করবে ‘জুলাই যোদ্ধারা’। তারা দাবি করেন, ২০২৩ সালের ৫ আগস্টেই জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, হাইকোর্ট বা কোনো প্রতিষ্ঠানের দিকে না তাকিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপির সমাবেশ

বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপির সমাবেশ

এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন বলেন, ‘খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি। আওয়ামী লীগ আর এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না।’ অপর এক যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদী বলেন, ‘হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।’ দলের অন্য নেতারাও আওয়ামী লীগকে শোষক, দুর্নীতিপরায়ণ ও গণহত্যাকারী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

নেতারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে শহীদদের সঙ্গে গাদ্দারি। কয়েকজন বলেন, আওয়ামী লীগকে সমর্থন করা সাংবাদিকদেরও দেশ থেকে বিতাড়িত করার রাজনীতি হবে আগামী দিনের লক্ষ্য।

সমাবেশে এনসিপির কর্মীরা বিভিন্ন স্লোগান দেন—‘এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার’, ‘চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’ ইত্যাদি।

শহীদ খালেদ সাইফুল্লাহর বাবা কামরুল হাসান বলেন, ‘আমার ছেলেকে ৭০টি গুলি করে হত্যা করা হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

অভিযোগ করা হয়, এনসিপির বিরুদ্ধে কয়েকটি দল ষড়যন্ত্র করছে। কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহ বলেন, ‘এনসিপির একজন কর্মী বেঁচে থাকতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net