শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বাংলাদেশের মানুষ জামায়াতকে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমরা পাকিস্তানি সেনাবাহিনী থেকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছি। তখন জামায়াত শুধু বিরোধিতা করেনি, তারা পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে গণহত্যায় অংশ নিয়েছিল।

by ঢাকাবার্তা
এক সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়। তারা ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু তারা ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। গত নির্বাচনের ফলাফল দেখালে জামায়াতে ইসলামের ভোট প্রায় পাঁচ থেকে সাত শতাংশের বেশি নয়। রাতারাতি কোনও দল ক্ষমতায় চলে যাবে—এটি মোটেও সম্ভব নয়। মানুষ সহজভাবে তাদের ভোট দেবে না, কারণ তারা তাদের বিশ্বাস করে না।”

শনিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ন্যায্য পানি ভাগের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি দেশের স্বাধীনতা, নদী ব্যবস্থাপনা, জনগণের অধিকার এবং আগামী নির্বাচনে শক্তিশালী সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপি মহাসচিব বলেন, “আজ একটি দল সংকটকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। যখন আমরা সবাই মিলে সংস্কারের সনদে স্বাক্ষর করলাম, তখন অনেক দল একমত হয়েছিল। কিন্তু হঠাৎ সেই দল বলছে, আমাদের প্রয়োজন পিআর। যেটি বাংলাদেশের মানুষ বোঝে না, সেই জিনিসটা হঠাৎ করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা লাফিয়ে উঠছে, তারা ক্ষমতায় যাবে—কিন্তু এটা সম্ভব নয়।”

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমরা পাকিস্তানি সেনাবাহিনী থেকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছি। তখন জামায়াত শুধু বিরোধিতা করেনি, তারা পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে গণহত্যায় অংশ নিয়েছিল। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ কথা বলতে দ্বিধা বোধ করি না। আজ সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা তথ্য প্রচার করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সত্যকে ছাপিয়ে যেতে দেব না।”

তিনি পদ্মা নদীর পানি সংরক্ষণ এবং ন্যায্য ভাগ নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “২০২৬ সালে যে সরকার আসবে, যদি তা শক্তিশালী না হয় এবং জনগণের শক্তি কাজে লাগাতে না পারে, তবে পদ্মা নদীর পানি নিয়ে আমাদের আরও ভুগতে হবে। একমাত্র বিএনপি সরকার গঠন করলে জনগণের অধিকার নিশ্চিত হয়। আমরা সারা বিশ্বকে জানাতে চাই, পদ্মা একটি আন্তর্জাতিক নদী এবং এর পানি আমাদের ন্যায্য অধিকার।”

পানি ব্যবস্থাপনা নিয়ে তিনি আরও বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা গঙ্গা ব্যারাজ স্থাপন করব। এটি আমাদের দেশের নদীগুলোতে পানি সরবরাহের নিয়ন্ত্রণ সহজ করবে এবং বন্যার সময় পানি আটকাতে সক্ষম হব। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের কষ্ট অনেক কমে যাবে।”

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেও তিনি বলেন, “ভারত যদি আমাদের পানি বন্ধ করে, সীমান্তে হত্যা চালায়, সার ও পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়—এই ধরনের দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা চাই, ভারত আমাদের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক বজায় রাখুক।”

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক সহসম্পাদক মো. আমিনুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান (মিনু), অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন, কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল হক (মিলন), রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ (চাঁদ) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল আলম।

সমাবেশে তারা পদ্মা নদীর ন্যায্য পানি ভাগ, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ক্ষমতাসীন দলের সমালোচনা করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net