লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অনুপযুক্ত বলে proportional representation (PR) পদ্ধতির বিরোধিতা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তাঁর মতে, এই পদ্ধতিতে গেলে নিজেদের মধ্যেই বড় ধরনের বিভেদ তৈরি হবে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তিগুলো সুযোগ পেয়ে যাবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ পরিদর্শনে এসে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা গ্রহণযোগ্য নয়। এটা বাস্তবায়িত হলে আমাদের মধ্যে বিভেদ তৈরি হবে, আর ফ্যাসিস্টরা সুযোগ পাবে। যারা দেশ, রাজনীতি ও প্রশাসন ধ্বংস করেছে, তাদের বিচারই আগে হওয়া উচিত।”
ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে লন্ডনে কথোপকথনের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, “সেখানে দেশের স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে, ব্যক্তিগত কিছু নয়। এ সম্মানজনক যোগাযোগে আমরা সাহস ও মনোবল পেয়েছি। এখন প্রয়োজন একটি নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচন। সেই নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্টদের বিচারের জন্য এখনই সুদৃঢ় জাতীয় ঐক্য গড়া প্রয়োজন। মতভেদ থাকবেই, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।”
সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।