রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ, নিষিদ্ধের দাবি

by ঢাকাবার্তা
জুলাই জনতার বিক্ষুব্ধ মিছিল

স্টাফ রিপোর্টার ।।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের চেষ্টার’ প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচি থেকে বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনের সূত্রপাত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ফেসবুক স্ট্যাটাস থেকে। বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক স্ট্যাটাসে অভিযোগ করেন, ভারতের সহায়তায় ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে একটি নতুন রাজনৈতিক পরিকল্পনা চলছে। এতে সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন ও তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

হাসনাত আবদুল্লাহর দাবি, ১১ মার্চ সেনানিবাসে তাঁকে ও আরও দুজনকে এই পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়। আসন সমঝোতার বিনিময়ে তাঁদের রাজি করানোর চেষ্টা করা হয়। তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে অবস্থান নেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার আন্তর্জাতিক সংকট সমাধান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানান, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তাঁর এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ইনকিলাব মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পৃথকভাবে সমাবেশ করে।

রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, কুষ্টিয়া, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে।

রাবিতে বিক্ষোভ

রাবিতে বিক্ষোভ

চট্টগ্রামে এনসিপির নেতারা ঘোষণা দেন, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টায় প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করা হবে। রাজশাহীতে শিক্ষার্থীরা মিছিল শেষে সমাবেশে বলেন, ‘গণহত্যাকারী দলকে নিষিদ্ধ না করে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ও গণ-ইফতারের আয়োজন করা হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net