খেলা ডেস্ক ।।
রিজান হোসেনের বলে বায়ান্দা মায়োলা আউট হতেই নিশ্চিত হয়ে গেল জয়। উইকেটরক্ষক মোহাম্মদ আবদুল্লাহ ছুটলেন রিজানের দিকে—সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও ব্যাট-বলে নায়ক তিনিই। দলের বিপদের মুহূর্তে ব্যাট হাতে দাঁড়িয়ে ছিলেন ঢালের মতো, পরে বল হাতে পেয়েছেন পেস বোলিংয়ে ৫ উইকেট। তাঁর অলরাউন্ড কৃতিত্বেই হারারেতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৩ রানে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস হেরে আগে ব্যাট করে শুরুটা ছিল ভালো নয়। ৬৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে কালাম সিদ্দিকিকে সঙ্গী করে ইনিংস গুছিয়ে নেন রিজান। দুজনে মিলে চতুর্থ উইকেটে গড়েন ১১৭ রানের জুটি। কালাম ৭৬ বলে ৬৫ রান করে ফিরলেও রিজান এগিয়ে যান সেঞ্চুরির পথে। কিন্তু ৪৮তম ওভারে দ্বিতীয় রান নিতে গিয়ে ৯৬ বলে ৯৫ রানে রানআউট হন তিনি। শেষ দিকে আবদুল্লাহ (২৯ বলে ৩৮) ও সামিউন বাসী (৮ বলে ১৩) শেষ ১৫ বলে ২৪ রান যোগ করে স্কোর দাঁড় করান ২৬৯/৫।

রিজান হোসেন
জবাবে দক্ষিণ আফ্রিকার যুবারা দুর্দান্ত শুরু করে। ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আল ফাহাদ, ফিরিয়ে দেন ৩১ বলে ৪০ রান করা আদনান লাগাদিয়েনকে। আরেক ওপেনার ইউরিখ ফন শালকবভিকও (২২ বলে ১৯) ফেরেন তাঁর হাতেই। এরপর বুলবুলিয়া ও রোলেসের ৪৫ রানের জুটি ভাঙেন রিজান। বুলবুলিয়া করেন ৪৩ বলে ৩১, রোলেস থামেন ৩৫ রানে। পরের ব্যাটাররা আর চাপ সামলাতে পারেনি। শেষ দিকে এমবাথা (২৯) ও সোনি (৩৪) ব্যবধান কিছুটা কমালেও জয় বাংলাদেশের হাতছাড়া হয়নি। ব্যাটে-বলে নায়ক হয়ে রাতটিকে স্মরণীয় করে রাখলেন রিজান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৬৯/৫ (রিজান ৯৫, কালাম ৬৫, আবদুল্লাহ ৩৮; এমবাথা ২/৫০, মায়োলা ১/৪১)
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৪৮.৪ ওভারে ২৩৬ (লাগাদিয়েন ৪০, রোলেস ৩৫, বুলবুলিয়া ৩১, সোনি ৩৪, এমবাথা ২৯; রিজান ৫/৩৪, ফাহাদ ৩/৫০, স্বাধীন ২/৩৪)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৩ রানে জয়ী।
ম্যাচ সেরা: রিজান হোসেন