রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন সৌদি যুবরাজ

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হলো।

by ঢাকাবার্তা
মোহাম্মদ বিন সালমান ও মুহাম্মদ ইউনূস। গ্রাফিক, গালা

স্টাফ রিপোর্টার ।। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII)-এর নবম আসরে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ সম্মেলনের আমন্ত্রণপত্র রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ।

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হলো। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোয় সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ইউনূস এবং তিনি সম্মেলনে উপস্থিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

গত বছর এফআইআই সম্মেলনে প্রায় সাড়ে আট হাজার প্রতিনিধি অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে একাধিক রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ছিলেন।

এছাড়াও, বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌদি যুবরাজের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা সফরের আমন্ত্রণ গ্রহণ করায় যুবরাজকে কৃতজ্ঞতা জানান। সফরের সময় নির্ধারিত হবে উভয় দেশের সুবিধাজনক সময়ে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net