বাগেরহাট প্রতিনিধি ।।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির আগুন নিয়ন্ত্রণে আসলেও দেড় কিলোমিটার দূরের তেইশের ছিলা এলাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। রোববার সকালে সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলে বনকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা ফায়ারলাইন কাটার কাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা
ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ জানান, বন বিভাগ সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে আগুনের ব্যাপ্তি এখনো নির্ধারণ করা যায়নি।
আগুনের সূত্রপাত ও দমকল কার্যক্রম
শনিবার সকালে কলমতেজী এলাকায় আগুন লাগে। বন বিভাগ, সিপিজি, ভিটিআরটি ও টাইগার টিমের সদস্যরা বিকেল পর্যন্ত ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ফায়ার সার্ভিসের দল এলেও পানির উৎস দূরে থাকায় তাৎক্ষণিক পানি দেওয়া সম্ভব হয়নি। রাত ৯টার পর বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ শুরু হলে রাতভর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ
বনজীবী আজিজুল হাওলাদার অভিযোগ করেন, কিছু লোক ব্যক্তিস্বার্থে বারবার সুন্দরবনে আগুন লাগাচ্ছে। বর্ষাকালে মাছ ধরার সুবিধার জন্যই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয় বলে তিনি মনে করেন।
নতুন আগুনের বিস্তার
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম জানিয়েছেন, কলমতেজীর আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে তেইশের ছিলা এলাকায় আগুন দেখা গেছে, যা ড্রোন ও জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়। বন বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।