ডেস্ক রিপোর্ট ।।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে যেন পুরোনো বাংলাদেশকে দেখা গেল। টানা চার সিরিজ হারের পর অবশেষে হাসলো মিরাজরা। ১৭৯ রানের বিশাল জয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়।
প্রথম ইনিংসে সৌম্য সরকার ও সাইফ হাসান শুরু থেকেই ঝড় তুলেছিলেন। দুজনের ব্যাটে ছুটে চলে রানের বন্যা। ২৫ ওভারে ১৭৬ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা গড়ে দেন বাংলাদেশের জয়ভিত্তি। ৮৬ বলে ৯১ রান করেন সৌম্য, ৭২ বলে ৮০ রান আসে সাইফের ব্যাটে। দুজনেই ছয় মারেন দেদারসে—মোট ১৪ ছক্কা মেরেছে বাংলাদেশ, যা ওয়ানডেতে তাদের যৌথ সর্বোচ্চ।
- সৌম্য ৯১, সাইফ ৮০
- রিশাদ ৩ উইকেট, সিরিজে ১২ উইকেট
- নাসুমের ৩/১১
- ওয়ানডেতে ১৯ মাস পর সিরিজ জয়
তবে সাইফ–সৌম্যর বিদায়ের পর রানের গতি কিছুটা মন্থর হয়। নাজমুল হোসেন শান্ত ৪৪ ও তাওহিদ হৃদয় ২৮ রান করে দলকে টেনে নেন। আকিল হোসেন একাই নেন ৪ উইকেট, আর অ্যালিক অ্যাথানেজের চমকপ্রদ ক্যাচে আউট হন শান্ত। শেষ দিকে নুরুল হাসান ও মেহেদী হাসান মিরাজের ছোট জুটি স্কোরটাকে নিয়ে যায় ২৯৬–এ।
২৯৭ রানের টার্গেটে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই চাপে পড়ে যায়। নাসুম আহমেদ আগুন ঝরানো স্পেলে প্রথম তিন উইকেট তুলে নেন। অ্যাথানেজ ও অগাস্ট দুজনেই এলবিডব্লু, ব্রেন্ডন কিংকে বোল্ড করেন নাসুম। এরপর তানভীর ইসলাম ও রিশাদ হোসেনের ঘূর্ণি–জালে আর কোনো পথ খুঁজে পায়নি ক্যারিবীয়রা।

উদ্বোধনী জুটিতে ১৭৬ রান করেছেন সাইফ হাসান ও সৌম্য সরকার
রিশাদ নেন ৩ উইকেট, সিরিজে মোট ১২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ২০১৫ সালের পর প্রথম বোলার হিসেবে দ্বি–অঙ্কে উইকেট শিকার করেন কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে। নাসুম নেন ৩/১১, তানভীর ২/১৬ ও মিরাজ ২/৩৫। পুরো ইনিংসটাই সামলান স্পিনাররা—মোস্তাফিজুর রহমান দলে থেকেও বল করার সুযোগ পাননি।
ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়। দলের সর্বোচ্চ রান ২৭ আকিল হোসেনের, যিনি শেষ উইকেটে খারি পিয়েরকে নিয়ে ২০ রান যোগ করেন।
এই জয়ে ওয়ানডেতে ১৯ মাস পর সিরিজ জিতল বাংলাদেশ। শেষবার ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল তারা। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে এবার মুখোমুখি হবে দুই দল, ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, নাজমুল ৪৪, হৃদয় ২৮; আকিল ৪/৪১, অ্যাথানেজ ২/৩৭)
ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ (আকিল ২৭, কিং ১৮; নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪, তানভীর ২/১৬, মিরাজ ২/৩৫)
ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২–১ এ জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার
ম্যান অব দ্য সিরিজ: রিশাদ হোসেন