শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

দুর্গাপূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন

শারদীয় দুর্গোৎসবে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলে চার দিন অফিস-আদালত বন্ধ থাকবে।

by ঢাকাবার্তা
বাংলাদেশ রেলওয়ে। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

দুর্গাপূজার ছুটিতে যাত্রী চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন। রেলওয়ে পূর্বাঞ্চল জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ট্রেনগুলো চলবে। তবে ২ অক্টোবর বন্ধ থাকবে।

শারদীয় দুর্গোৎসবে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলে চার দিন অফিস-আদালত বন্ধ থাকবে। এ সময় ঘরমুখো মানুষের চাপ সামলাতেই নিয়মিত ট্রেনের বাইরে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী,

  • ৩০ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টায় ‘ঢাকা স্পেশাল’ চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টায় ঢাকা পৌঁছাবে।
  • ৪ অক্টোবর রাত সাড়ে ১০টায় ‘চট্টগ্রাম স্পেশাল’ ঢাকা থেকে ছেড়ে পরদিন ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামে পৌঁছাবে।
  • ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ‘ট্যুরিস্ট স্পেশাল’ ঢাকা থেকে ছেড়ে ১ অক্টোবর ভোর ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে।
  • ১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় একই ট্রেন কক্সবাজার থেকে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। রাতে আবার ঢাকা থেকে ছেড়ে যাবে কক্সবাজারে।
  • ৩ অক্টোবর একই সময়ে দুই রুটেই চলবে।
  • ৪ অক্টোবর কেবল কক্সবাজার থেকে দুপুরে ছাড়বে এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net