শনিবার, আগস্ট ২, ২০২৫

উত্তপ্ত সময়ে পাকিস্তানের ‘আবদালি’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

by ঢাকাবার্তা
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের চিত্র

ডেস্ক রিপোর্ট ।।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই শনিবার (২৯ এপ্রিল) পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করেছে ‘আবদালি’ অস্ত্র ব্যবস্থার একটি প্রশিক্ষণমূলক ক্ষেপণাস্ত্র। এটি ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৪৫০ কিলোমিটার। এ খবর দিয়েছে পাকিস্তানের জিও, ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, “ইন্দাস” কোডনামে চলমান এক মহড়ার অংশ হিসেবে এই উৎক্ষেপণ করা হয়। এতে আবদালি ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং চলাচলের সক্ষমতা যাচাই করা হয়েছে। উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন, এবং পাকিস্তানের কৌশলগত গবেষণা ও প্রকৌশল সংস্থার শীর্ষ বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চিফ অব আর্মড ফোর্সেস, এবং জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা সংশ্লিষ্ট সৈন্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান। তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের প্রস্তুতির উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

এই উৎক্ষেপণ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন কাশ্মীরের পেহেলগামে (Illegally Indian Occupied Jammu and Kashmir) সম্প্রতি এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি, আর পাকিস্তান কড়া ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে “সম্পূর্ণ কার্যকর স্বাধীনতা” দিয়েছেন প্রতিক্রিয়া জানাতে, আর পাকিস্তান আশঙ্কা প্রকাশ করেছে আসন্ন আগ্রাসনের। ২৫ এপ্রিল থেকে আজাদ কাশ্মীর সীমান্তে এক সপ্তাহব্যাপী গোলাগুলির ঘটনার মধ্যেই পাকিস্তান এই উৎক্ষেপণ করল। পাকিস্তানি বিশ্লেষকদের মতে, এই উৎক্ষেপণ শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক স্পষ্ট বার্তা যে, তারা সশস্ত্র ও প্রস্তুত।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারতের কোনো ধরনের দুঃসাহসের জবাব হবে দ্রুত, দৃঢ় এবং আরও উচ্চস্তরের।” পরদিন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বও ঘোষণা করে, যেকোনো যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে নিশ্চিত ও চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে সংঘাত এড়াতে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পাকিস্তান ও ভারতের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net