ডেস্ক রিপোর্ট ।।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, বেলুচিস্তানের সন্ত্রাসবাদে ভারত প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করছে। শুক্রবার (১৫ মার্চ) বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
গত মঙ্গলবার বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) সশস্ত্র সদস্যরা বোলান পাস এলাকায় জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে ৪৪০ জন যাত্রীকে জিম্মি করে। সন্ত্রাসীরা ট্রেন থামানোর জন্য রেললাইন উড়িয়ে দেয়। পরবর্তীতে পাকিস্তানের সেনাবাহিনী অভিযানে ৩৩ হামলাকারীকে হত্যা করে এবং জিম্মিদের উদ্ধার করে। তবে অভিযানের আগেই সন্ত্রাসীরা ২৬ জন যাত্রীকে হত্যা করে।
ডিজি আইএসপিআর জানান, নিহত ২৬ জনের মধ্যে ১৮ জন সেনা ও ফ্রন্টিয়ার কোরের সদস্য, তিনজন রেলওয়ে কর্মকর্তা এবং পাঁচজন বেসামরিক নাগরিক। হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, “বেলুচিস্তানের সন্ত্রাসী হামলার পেছনে ভারতের হাত রয়েছে। ভারতীয় গণমাধ্যম এই হামলাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করছে।”

ট্রেনের পাশে প্যারামিলিটারি সেনা। ফাইল ফটো
তিনি জানান, সন্ত্রাসীরা হামলার সময় আফগানিস্তানে থাকা তাদের প্রশিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। হামলাকারীদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারীরাও ছিল।
পাকিস্তানের সেনাবাহিনীর মতে, বেলুচিস্তানে শুধু সন্ত্রাসবাদ নয়, বরং ভারতের গণমাধ্যমও অপপ্রচার চালিয়ে পরিস্থিতি জটিল করছে। সেনা কর্মকর্তার ভাষায়, “একদিকে বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চলছে, আরেকদিকে ভারতের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে।”
বেলুচিস্তানের সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার ও সেনাবাহিনী।