শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

‘জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর ছিলো, লীগের অপকর্মে সহযোগিতা করেছে’

প্রেস সচিব বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবং এটি ঠেকানোর মতো কোনো শক্তি নেই।

by ঢাকাবার্তা
শফিকুল আলম

স্টাফ রিপোর্টার ।। 

প্রথম উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবং এটি ঠেকানোর মতো কোনো শক্তি নেই। শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবেই। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির প্রসঙ্গে শফিকুল আলম বলেন, নির্বাচন করা না করা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর ছিল এবং আওয়ামী লীগের অপকর্মে সহযোগিতা করেছে।

‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে তিনি বলেন, যারা এ কথা বলছে, তারা স্বৈরাচারের দোসর দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনো মাইনাস ফোরের কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, হত্যাযোগ্য অপরাধের কারণেই হয়েছেন।

এর আগে তিনি মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় জাতীয় ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ৯টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net