ডেস্ক রিপোর্ট ।।
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যকে “তথ্যের পরিপন্থী ও চরম দ্বৈততা” বলে অভিহিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার আইএসপিআর থেকে এক বিবৃতিতে জানানো হয়, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয় থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এমন মন্তব্য করা হয়েছে।
আইএসপিআর জানায়, পাকিস্তানকে সন্ত্রাসের উৎসকেন্দ্র হিসেবে চিহ্নিত করা শুধু ভিত্তিহীন নয়, এটি ভারতের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কৌশল। তারা আরও উল্লেখ করে, জেনারেল দ্বিবেদীর এই বক্তব্য ভারতীয় সেনাবাহিনীর রাজনীতিকীকরণের উদাহরণ।
বিবৃতিতে আরও বলা হয়, ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সংখ্যালঘুদের ওপর ভারত রাষ্ট্রের নিষ্পেষণ ও মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এড়িয়ে গেলেও, এটি কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও শক্তিশালী করেছে।
পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় নেতৃত্বকে আহ্বান জানিয়ে বলেছে, “ভারতীয় সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যসিদ্ধির হাতিয়ার বানানোর পরিবর্তে গঠনমূলক ভূমিকা পালন করা উচিত।”
নিরাপত্তা বাহিনীর সফল অভিযান
এদিকে, উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে চালানো এই অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডে জড়িত ছিল। অভিযান শেষে এলাকায় ক্লিয়ারেন্স কার্যক্রম পরিচালনা করা হয়।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল এবং শান্তি প্রতিষ্ঠায় তারা দৃঢ় প্রতিজ্ঞ।