শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, আইজিপির কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল

by ঢাকাবার্তা
ওবায়দুল কাদের। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়ে চলে গেলেন, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) ১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “ওবায়দুল কাদের বাংলাদেশে গত তিন মাস ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তাকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।”

কীভাবে দেশ ছাড়লেন ওবায়দুল কাদের?

গত ৮ নভেম্বর ওবায়দুল কাদের বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছান। সেখান থেকে তিনি কলকাতায় যান। মানবজমিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি নয়, তিনি কলকাতাতেই অবস্থান করছেন।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net