শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

আগামী নির্বাচন হবে জাতির জন্য নবজন্মের মহোৎসব: প্রধান উপদেষ্টা

জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই, ছাত্র-জনতার দেওয়া সুযোগ কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

by ঢাকাবার্তা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার ।। 

জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের যে অগ্রগতি অর্জন করেছে, তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির ‘নবজন্মের মহোৎসব।’

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চলমান সংলাপে তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, শুরুতে কমিশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিল, কিন্তু দীর্ঘ আলোচনার পর আজকের অর্জন তাকে অভিভূত করেছে। তাঁর ভাষায়, “এ অভিজ্ঞতা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অন্য দেশগুলোও এটি অনুসরণ করবে।”

প্রধান উপদেষ্টা বলেন, জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই। ছাত্র-জনতার দেওয়া সুযোগ কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, “এটি শুধু নির্বাচন নয়, এটি হবে জাতির সত্যিকার নবজন্ম।”

তিনি আরও বলেন, “আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে। আমরা চাইলে ছোটখাটো দাবিতে সীমাবদ্ধ থাকতে পারি, আবার চাইলে গোটা জাতিকে নতুনভাবে গড়তে পারি।” এজন্য তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

ইউনূস বলেন, কমিশনের কাজ ইতিমধ্যেই অভূতপূর্ব সাফল্য হিসেবে ধরা যায়। “আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি। পথ ঠিক আছে, গন্তব্য পরিষ্কার।”

অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net