মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

হাসিনা ও আওয়ামী লীগের ফ্যাসিজম থেকে মুক্তির দিন আজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস

by ঢাকাবার্তা
পলায়নকালে হাসিনা ও রেহানা

স্টাফ রিপোর্টার ।।

আজ ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয় এবং বাংলাদেশের জনগণ মুক্তি লাভ করে। এই দিনটি শুধুই একজন স্বৈরশাসকের পতনের স্মারক নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও জনগণের সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

দিনটি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার আজ সরকারি ছুটি ঘোষণা করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। একই সঙ্গে আজ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন এবং জাতির সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন।

গত বছরের এই দিনে টানা ৩৬ দিনের আন্দোলনের ধারাবাহিকতায় জনগণ কারফিউ উপেক্ষা করে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করে তোলে। ঢাকা অভিমুখে লাখো মানুষের পদযাত্রা, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে গণভবনের দিকে অগ্রসর হওয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে উল্লাস শুরু হয়। ঢাকার রাজপথে উৎসবমুখর জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদে ঢুকে পড়ে। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে দেশজুড়ে মানুষ বিজয় উদযাপন করে।

বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভাষণে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতির ডাকে বঙ্গভবনে জরুরি বৈঠকে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৭ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র-জনতার এই অভ্যুত্থান সর্বাধিক রক্তক্ষয়ী হিসেবে ইতিহাসে ঠাঁই পেয়েছে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১৪০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। ফ্যাসিবাদবিরোধী এই লড়াইয়ে নেতৃত্ব দেয় নতুন প্রজন্ম ‘জেনারেশন জি’, যারা রাজপথের পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

আজকের দিনে রাষ্ট্রপতি তাঁর বাণীতে শহীদদের স্মরণ করে বলেন, বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদবিরোধী চূড়ান্ত প্রতিরোধের মাধ্যমেই এই বিজয় অর্জিত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, এই ঐতিহাসিক অর্জনকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

দিবসটি উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন। সরকার গত ১ জুলাই থেকে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে যার সমাপ্তি হবে আজ মানিক মিয়া অ্যাভিনিউতে কেন্দ্রীয় আয়োজনের মাধ্যমে।

এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসিবি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনও দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net