সোমবার, আগস্ট ১৮, ২০২৫

দনবাস রাশিয়াকে ছেড়ে শান্তিচুক্তির প্রস্তাবে ট্রাম্পের সমর্থন

আলোচনায় পুতিন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সরে যাওয়ার দাবি করেন। বিনিময়ে তিনি খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলে আর অগ্রসর হবেন না বলে প্রতিশ্রুতি দেন।

by ঢাকাবার্তা
ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক, এফটি

ডেস্ক রিপোর্ট ।।

দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়াকে দিয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাপে ট্রাম্প এমন ইঙ্গিত দেন। গতকাল শনিবার আলাপের বিষয়টি প্রকাশ্যে আসে।

ইউরোপীয় নেতাদের কাছে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি দনবাস অঞ্চল ছাড়তে রাজি হন, তবে একটি শান্তিচুক্তি সম্ভব। নিউইয়র্ক টাইমস ইউরোপের জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়। তবে রাশিয়া এখনো দনবাস পুরোপুরি দখল নিতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট ২০২৫-এ আলাস্কার আঙ্কোরেজের জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে পৌঁছালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিবাদন জানাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট ২০২৫-এ আলাস্কার আঙ্কোরেজের জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে পৌঁছালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিবাদন জানাচ্ছেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়, আলোচনায় পুতিন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সরে যাওয়ার দাবি করেন। বিনিময়ে তিনি খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলে আর অগ্রসর হবেন না বলে প্রতিশ্রুতি দেন। এ দুই অঞ্চলের বড় অংশ এখন রুশ বাহিনীর দখলে।

যদিও লুহানস্ক প্রায় পুরোপুরি রাশিয়ার হাতে, দোনেৎস্কের ক্রামাতোর্স্ক ও স্লোভিয়ানস্ক শহর ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। এসব এলাকা রক্ষা করতে গিয়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে।

কয়লা ও খনিজসমৃদ্ধ দনবাস রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার পক্ষে ট্রাম্পের অবস্থান এসেছে এমন এক সময়ে, যখন তিনি যুদ্ধবিরতির বদলে সরাসরি শান্তিচুক্তির পক্ষে মত দিয়েছেন। শনিবার এক পোস্টে তিনি লিখেছেন, যুদ্ধবিরতি প্রায়ই স্থায়ী হয় না।

ভলোদিমির জেলেনস্কি। ফাইল ফটো

ভলোদিমির জেলেনস্কি। ফাইল ফটো

তবে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা এ অবস্থান মানতে রাজি নয়। তারা বলছে, দনবাস রাশিয়াকে দিয়ে দিলে মস্কো আলোচনায় বাড়তি সুবিধা পাবে। আগামীকাল সোমবার জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে যাচ্ছেন। হোয়াইট হাউসে ওই আলোচনায় ইউরোপীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্রাম্প বলেছেন, শান্তিচুক্তির সমঝোতায় এগোনো ‘সবার মত নিয়ে ঠিক করা হয়েছে’। কিন্তু ইউরোপীয় নেতারা জানিয়েছেন, এটি তাঁদের মত নয়। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ইউরোপের সহায়তায় একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজন করতে প্রস্তুত তারা। তবে ভূখণ্ডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেনের।

এদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, যুদ্ধবিরতি ছাড়া সরাসরি শান্তিচুক্তি পরিস্থিতিকে আরও জটিল করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর দপ্তর জানিয়েছে, আজ রোববার ভিডিও কলে মাখোঁ, জার্মান চ্যান্সেলর মের্ৎস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net