বিনোদন ডেস্ক ।।
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী ২০ জুলাইয়ের মধ্যে হাসপাতাল ছাড়তে পারেন তিনি—এমনটাই জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট এএফ।
বিজয়ের অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। তবে এখনো বিজয় কিংবা তাঁর টিমের পক্ষ থেকে কিংবা হাসপাতালের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই মুহূর্তে পরিবার তাঁর পাশে রয়েছে।
‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই অভিনেতা আসন্ন স্পাই থ্রিলার সিনেমা ‘কিংডম’-এ অভিনয় করছেন, যেটি মুক্তি পেতে যাচ্ছে ৩১ জুলাই। সিনেমাটি পরিচালনা করেছেন ‘জার্সি’ খ্যাত গৌতম তিনানুরি। স্বাধীনতা-পরবর্তী সিংহলি-তামিল সংঘাতের পটভূমিতে নির্মিত এই সিনেমায় একজন সাধারণ মানুষের নেতা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।
বিজয়ের অসুস্থতার কারণে সিনেমার প্রচারে অংশ নিতে পারছেন না তিনি। ধারণা করা হচ্ছিল, মুক্তির আগে বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে। তবে আপাতত সব ধরনের প্রমোশনাল কার্যক্রম থেকে সরে দাঁড়াতে হচ্ছে তাঁকে।
‘কিংডম’ সিনেমায় বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভাগ্যশ্রী বোর্সে ও সত্যদেব। ছবিটির বাজেট প্রায় শতকোটি রুপি।