ঢাকাবার্তা ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। অভিনন্দনের পাশাপাশি পুতিন ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে ‘একজন সত্যিকারের মানুষ’ বলে উল্লেখ করেন। রাশিয়া যুক্তরাষ্ট্রের (USA) ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালাতে প্রস্তুত বলেও জানান তিনি।
শুক্রবার (৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। রয়টার্স জানায়, নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান পুতিন এবং তার সাহসিকতার প্রশংসা করেন। পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে মস্কো (Moscow) আলোচনায় বসার জন্য প্রস্তুত।
নিজের প্রথম মন্তব্যে, পুতিন আরও জানান, গত জুলাই মাসে পেনসিলভেনিয়ায় (Pennsylvania) একটি প্রচার সমাবেশে হত্যা চেষ্টার সময় ট্রাম্প সাহসিকতার পরিচয় দিয়ে ‘একজন সত্যিকারের মানুষের মতো’ আচরণ করেছিলেন। সোচির ব্ল্যাক সি রিসর্টে ভালদাই ডিসকাশন ক্লাবে পুতিন বলেন, “তিনি একজন সাহসী ব্যক্তি, একজন সত্যিকারের মানুষ। তার জয়ে অভিনন্দন জানাচ্ছি।”
পুতিন আরও বলেন, ট্রাম্প ইউক্রেন (Ukraine) এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেনীয় সংকটের অবসানের জন্য ট্রাম্পের প্রতিশ্রুতিগুলো মনোযোগের দাবি রাখে।
রাশিয়া গত আড়াই বছর ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নামে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। প্রচারণার সময় ট্রাম্প এই সংঘাত ২৪ ঘণ্টার মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিলেও, কীভাবে তিনি তা করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে ডেমোক্র্যাটরা (Democrat) মনে করছেন, ট্রাম্পের নীতি পুতিনকে উৎসাহিত করতে পারে।
তবে, পুতিন বলেন, “আমি জানি না এখন কী ঘটতে যাচ্ছে।” ট্রাম্প যদি আলোচনায় আগ্রহী হন, তবে তিনি যোগাযোগ পুনরায় শুরু করতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।