স্টাফ রিপোর্টা ।।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ছাত্র আন্দোলনের সময় গুলিকাণ্ডে আলোচিত হওয়া এই কর্মকর্তাকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার অভিযোগে বরখাস্ত করা হলো। তিনি বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
বুধবার (২২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ ইকবাল হোসাইন গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি পলায়নের শামিল হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন কয়েকজন শিক্ষার্থী। সেই সময়ের একটি ৪৩ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন বলছেন,
“গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।”
ঘটনার সময় মন্ত্রীর আশপাশে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবু রহমানের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন
জুলাইয়ের মাঝামাঝি থেকে ৪ আগস্ট পর্যন্ত চলা ছাত্র আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে নির্বিচার গুলি চালানোর অভিযোগ ওঠে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করে।
ইতিমধ্যে ইকবাল হোসাইনসহ কর্মস্থল থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার অভিযোগে প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।