বিনোদন ডেস্ক।।
গুঞ্জন ছিল প্রেমের। তাও অনেক দিনের। সেই গুঞ্জনে সিলমোহর দেন গেলো নভেম্বরে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য বিনিময়ে বুঝিয়ে দেন, তারা ডুবে আছেন প্রেমসমুদ্রে। সেই ঘটনার মাস না গড়াতে এবার দিলেন বিয়ের ইঙ্গিত। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও তার প্রেমিক শিখর পাহাড়িয়ার কথা। কৈশোর থেকেই তাদের বন্ধুত্ব। মাঝে একাধিক অভিনেতার সঙ্গে জাহ্নবীর সম্পর্ক হয়েছিল বটে, কিন্তু টেকেনি। ফলে চেনা বন্ধুর কাছেই ফিরেছেন মনের আকুতি নিয়ে।
পর্দায় জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘বাওয়াল’ সিনেমায়। এটি গত জুলাইতে মুক্তি পেয়েছিল। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘দেভারা’, ‘উলাঝ’ ছবিগুলো।
আরও পড়ুন: রণবীরের সঙ্গে সেই অন্তরঙ্গ দৃশ্য বিস্মিত করেছিল তৃপ্তির মা-বাবাকেও