সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

প্রথা ভাঙলেন দীপিকা

সম্প্রতি কফি উইথ করণের নতুন সিজনে এসেছিলেন বলিউডের এ অভিনেত্রী। আর সেখানেই সিচুয়েশনশিপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি

by ঢাকাবার্তা ডেস্ক
প্রথা ভাঙলেন দীপিকা

বিনোদন ডেস্ক।।

সিচুয়েশনশিপ। সম্পর্কের মারপ্যাঁচে কোথাও গিয়ে যেন এই শব্দ চিরাচরিত হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত কোনো তারকা অবশ্য সিচুয়েশনশিপ নিয়ে সেভাবে কোনো কথা বলেননি। কিন্তু, এবার সেই প্রথা ভাঙলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি কফি উইথ করণের নতুন সিজনে এসেছিলেন বলিউডের এ অভিনেত্রী। আর সেখানেই সিচুয়েশনশিপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

দীপিকা এবং রণবীর দীর্ঘদিন ধরেই ডেট করছেন একে অপরকে। কিন্তু, এই পারফেক্ট কাপল যেকোনো দিন সিচুয়েশনশিপে থাকতে পারেন, তা বোধহয় আন্দাজও করতে পারেননি কেউ। দীপিকা বলেন, আমি বেশ কয়েকটা টক্সিক সম্পর্কের পর কিছুটা একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াতে চাইনি বা কমিটেড হতে চাইনি। আমার যা বয়স ছিল সেই সময়টাই জীবনটাকে উপভোগ করার আদর্শ সময়।

সেই সময় আমার রণবীরের সঙ্গে আলাপ হয়। আমরা প্রথমদিকে কমিটেড ছিলাম না। অন্তত ও যতদিন না প্রোপোজ করেছে। তিনি আরও বলেন, সেই সময় আমরা অন্যদের সঙ্গেও কথা বলতাম। কিন্তু, একে-অপরের কাছে ফেরত এসেছি। অন্য কারও সঙ্গে দেখা করেও শান্তি পেতাম না। একে-অপরের প্রতি আমরা কমিটেড ছিলাম মানসিকভাবে। কিন্তু, দীপিকা-রণবীর, আজও পাশাপাশি আছেন। করণ জোহরের শোয়ে এসেই প্রথমবার তারা নিজেদের বিয়ের ভিডিও সামনে এনেছেন। সেখানে হাসি মুখে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে নতুন জীবনে পা বাড়াতে দেখা যায় তাদের।

 

আরও পড়ুন: দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net