১২৮
বিনোদন ডেস্ক।।
ক্রমশ যেন আকাশ ছুঁয়ে ফেলছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের পর হলিউডে ‘ট্রিপল এক্স’-এ নিজেকে প্রমাণ করেছেন। গত বছর অস্কার মঞ্চে ‘আরআরআর’ ছবিকে বিশ্ব দরবারে পরিচিত করানোর দায়িত্ব ছিল তার। এবার লস অ্যানজেলেসে দ্য একাডেমি মিউজিয়াম গালায় প্রথম ভারতীয় হিসেবে উপস্থিত হয়েছেন তিনি। অস্কারের পরে বিশ্বব্যাপী দ্বিতীয় মর্যাদাপূর্ণ মঞ্চ এটি। পার্পল কাঁধখোলা গাউন আর হীরের গয়নায় সেজে এদিন রেড কার্পেটে দ্যুতি ছড়ান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশে সেন্সর পেলো রণবীরের অ্যানিমেল, বৃহস্পতিবার মুক্তি