শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ২ মাস বাড়লো

আদেশে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত কর দিবস ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৪ নির্ধারণ করার পাশাপাশি আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত কর দিবস ১৫ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ২ মাস বাড়লো

বাণিজ্য ডেস্ক।।

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দুই মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বুধবার (২৯ নভেম্বর) একটি আদেশ জারি করেছে এনবিআর। এর ফলে বিদ্যমান পরিস্থিতিতে করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমার সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে করদাতারা স্বাভাবিক প্রক্রিয়ায় রিটার্ন জমা দিতে পারবেন।

আদেশে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত কর দিবস ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৪ নির্ধারণ করার পাশাপাশি আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত কর দিবস ১৫ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে করদাতারা চাইলে এ সময়ের পরও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এক্ষেত্রে বিনিয়োগ জনিত কর রেয়াত পাবেন না তারা এবং বিলম্ব সুদ ও জরিমানা গুনতে হবে।

এর আগে রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। এফবিসিসিআই রিটার্ন জমার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানায়। আর ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন ২ মাস সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়।

 

আরও পড়ুন: আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net