মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

ইরানে পাল্টা হামলায় বাইডেনের অসম্মতি

ইরানের এই হামলার পর তাৎক্ষণিকভাবে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

by ঢাকাবার্তা ডেস্ক
ইরানে পাল্টা হামলায় বাইডেনের অসম্মতি

বিদেশ ডেস্ক।।

ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জেরে প্রতিশোধমূলক এই পদক্ষেপ নেয় ইরান। এই হামলায় দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের এই হামলার পর তাৎক্ষণিকভাবে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

এ সময় বাইডেন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দেন, আমেরিকা ইরানে পাল্টা হামলায় অংশ নেবে না, এমনকি পাল্টা হামলায় সমর্থনও দেবে না। তার মতে, পাল্টা হামলা ওই অঞ্চলে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।

 

তিনি নেতানিয়াহুকে বলেন, “আপনি বিজয় পেয়েছেন এবং তা ধরে রাখুন।” একথা বলার পর নেতানিয়াহু বাইডেনকে বলেন যে, তিনি বুঝে গেছেন।

 

আরও পড়ুন: ইসরায়েলে হামলার পর বাইডেনের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net