শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

ইরানে প্রথম নারী মুখপাত্র হলেন ফাতেমেহ মোহাজেরানি

by ঢাকাবার্তা
ইরানে প্রথম নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি

ঢাকাবার্তা ডেস্ক ।। 

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে মুখপাত্র হিসেবে ফাতেমেহ মোহাজেরানিকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে ইরানে প্রথমবারের মতো কোনো নারীকে সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হলো, যা দেশটির নারীদের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ফাতেমেহ মোহাজেরানি ১৯৭০ সালে ইরানের আরক শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে দীর্ঘদিন কাজ করেছেন এবং এর মাধ্যমে তিনি ইরানে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

ইরানে প্রথম নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি

ইরানে প্রথম নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি

ফাতেমেহ মোহাজেরানি ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির প্রধান ছিলেন, যা বিশেষভাবে নারীদের জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান। ২০১৭ সালে তিনি ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হন, যেখানে তিনি ইরানের শিক্ষিত নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

উল্লেখ্য, একই মন্ত্রিসভার বৈঠকে ইলিয়াস হজরতিকে ইরানের সরকারি তথ্য কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইরানের সাবেক পার্লামেন্ট সদস্য এবং দেশের রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net