ডেস্ক রিপোর্ট ।।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি সতর্ক করেছেন যে, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হলে উপসাগরীয় দেশগুলো ভয়াবহ জলসংকটে পড়বে।
তিনি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দোহা ইতোমধ্যে এ ধরনের হামলার সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা চালিয়েছে। তিনি বলেন, “সমুদ্র সম্পূর্ণভাবে দূষিত হবে, আর কাতার তিন দিনের মধ্যেই পানিশূন্য হয়ে পড়বে।”
কাতারসহ উপসাগরীয় দেশগুলো প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধ করেই পানীয় জল সরবরাহ করে। এ অবস্থায় উপসাগরের পানি দূষিত হলে তা মানবিক ও অর্থনৈতিক সংকট ডেকে আনবে।
শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, “পানি না থাকলে মাছ থাকবে না, জীবনও থাকবে না।”
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে তিনি সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি, বলেছেন, “আমি শান্তি চুক্তি চাই, তবে অন্যান্য উপায়েও সমস্যার সমাধান সম্ভব।”
ইরানের বুশেহর শহরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকলেও মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো দেশের অভ্যন্তরে অবস্থিত।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, “আমরা কূটনৈতিক সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ইরান আলোচনায় আগ্রহী এবং তারা অঞ্চলের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়।”
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ আনলেও তেহরান তা অস্বীকার করে আসছে। ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তিতে সম্মত হলেও ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন তা থেকে বেরিয়ে যায়।