মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

গোলান মালভূমিতে ৪০টি রকেট ছুড়লো হিজবুল্লাহ

এদিকে, হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে, একটি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করেছেন যোদ্ধারা। 

by ঢাকাবার্তা ডেস্ক
গোলান মালভূমিতে ৪০টি রকেট ছুড়লো হিজবুল্লাহ

বিদেশ ডেস্ক।।

লেবানন থেকে গোলান মালভূমিতে ৪০টি রকেট হামলা করেছে হিজবুল্লাহ। রবিবার (৭ এপ্রিল) এই হামলার দাবি করেছে সংগঠনটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন জানিয়েছে, পূর্ব লেবাননের বেকা উপত্যকায় হামলার প্রতিক্রিয়ায় একদিন পর এই রকেট হামলা করা হয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবাননের আকাশসীমায় ইসরায়েলি ড্রোনে গুলি করার জবাবে এই হামলা চালানো হয়েছিল।

এদিকে, হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে, একটি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করেছেন যোদ্ধারা।

 

আরও পড়ুন: গাজায় ত্রাণকর্মী নিহত: ২ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলো ইসরায়েল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net