বুধবার, আগস্ট ৬, ২০২৫

চট্টগ্রামে ‘কিশোর গ্যাংয়ের’ হামলার শিকার সেই চিকিৎসককে বাঁচানো গেল না

হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ আলী রেজার।

by ঢাকাবার্তা ডেস্ক
Chittagong doctor gets killed by kishor gang

স্টাফ রিপোর্টার।।

চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর দলের মারধরের শিকার হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চিকিৎসক কোরবান আলীর মৃত্যু হয়েছে বলে জানান তার ছেলে আলী রেজা, যাকে বাঁচাতে গিয়েই আহত হয়ে মৃত্যুশয্যায় ছিলেন তিনি।  গণমাধ্যমকে তার ছেলে বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে আব্বার মৃত্যু হয়েছে।”

নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে গত ৫ এপ্রিল (শুক্রবার) ‘কিশোর গ্যাংয়ের’ হামলার মুখে পড়েছিলেন দাঁতের চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা।  ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী।

তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছিলেন আলী রেজা।  সংজ্ঞাহীন অবস্থায় কোরবান আলীকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ রাখার প্রয়োজন হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল।

সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়।  হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ আলী রেজার।  এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় রোববার মামলা করেছেন তিনি।

মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন আকবর শাহ থানার ওসি গোলাম রব্বানী।

 

আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ আজ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net