বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

দেবীদ্বারে ধ্বসেপড়া দেয়ালের চাঁপায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

স্থানীয়রা জানান, আবু তাহের নামে এক নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) তার আরো ৪/৫ জন সহকর্মী নিয়ে ভবনের কাজ করার সময় নিচতলা ভবনের দেয়ালের অংশ ধ্বসে পরলে ওই দেয়ালের নিচে চাপাপড়ে আটকে যান। তখন ঘটনাস্থল কোন বৈদ্যুতিক আলো ছিলনা।

by ঢাকাবার্তা ডেস্ক
দেবীদ্বারে ধ্বসেপড়া দেয়ালের চাঁপায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

এ আর আহমেদ হোসাইন।। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে নির্মানাধীন ৫ তলা ভবনের দেয়াল ধ্বসে দেয়ালের চাপায় এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় দেবীদ্বার নিউমার্কেট চান্দিনা রোডের মাথায় ‘হলি ল্যাব ডায়াগনিস্ট সেন্টারের’ পাশে নির্মানাধীন ৫ তলা মোল্লা মার্কেকেট ভবন নির্মানে কাজ করার সময় দেয়াল ধ্বসে ওই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবু তাহের নামে এক নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) তার আরো ৪/৫ জন সহকর্মী নিয়ে ভবনের কাজ করার সময় নিচতলা ভবনের দেয়ালের অংশ ধ্বসে পরলে ওই দেয়ালের নিচে চাপাপড়ে আটকে যান। তখন ঘটনাস্থল কোন বৈদ্যুতিক আলো ছিলনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবন মালিকের ভাইস্তা রনি মোল্লা জানান, তিনি ইফতারের পর ঘটনাস্থল কাজ পরিদর্শন করতে গিয়ে সূর চিৎকার শুনে স্থানীয় লোকজন নিয়ে সাবল হাতুরি দিয়ে দেয়াল ভেঙ্গে আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তার সাথের লোকদের জিজ্ঞাসা করলে রাতে কেন কাজ করতে এসেছে ? তখন তারা জানান, কন্ট্রাকে কাজ নিয়েছি, যত তাড়াতড়ি কাজ শেষ করতে পারি তার জন্য কাজ করছিলাম।
নিহত আবু তাহের(৪৫) উপজেলার বাকসার গ্রামের ফজর আলীর পুত্র। আবু তাহের স্বপরিবারে দেবীদ্বার মোহনা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থেকে রাজ মিস্ত্রির কাজ করতেন। নিহত আবু তাহেরের নিকট আত্মীয় সুরুজ মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান। রাতেই আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ভবন মালিক হাজী বশির উল্লাহ মোল্লা জানান, আমি আমার ভবন নির্মানের দায়িত্ব কন্ট্রাকে বানিয়া পাড়ার হুমায়ুন কবিরের নিকট হস্তান্তর করি। সমস্ত কার্যক্রম দেখভালের দায়িত্ব হুমায়ুন কবিরের। নিহত আবু তাহের ইফতারের পূর্বে কাজ শেষে শ্রমিকদের পারিশ্রমিক দিতে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে চলে যায়, পরে শুনি দেয়াল ধ্বসে দূর্ঘটনায় সে মারা যায়। এব্যাপারে ভবন নির্মান ঠিকাদার হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

সোমবার রাত ৯টায় দেবীদ্বার থানায় ফোনে কোন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি, তবে থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তাছলিমা আক্তার জানান, দেয়াল ধ্বসে কোন লোক মারা গেছে এ ব্যপারে কেউ অভিযোগ করেনি, তবে সাংবাদিকদের ফোনে সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মাহবুবকে ঘটনাস্থল পাঠিয়েছি।

 

আরও পড়ুন: ৮ ঘণ্টা পেরিয়ে গেছে উদ্ধার হয়নি কোনো বগি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net