রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

নৌযান আটকের পর ইরানকে ইসরায়েলের হুমকি, জাহাজে রয়েছে ১৭ ভারতীয় ক্র

মুখপাত্র আরও বলেছেন, ইসরায়েল সর্বোচ্চ সতর্ক রয়েছে। ইরানি আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষার প্রস্তুতি আমরা জোরদার করেছি।এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে জায়নবাদী শাসকদের সংশ্লিষ্ট একটি কন্টেইনার জাহাজ আটক করেছে।

by ঢাকাবার্তা ডেস্ক
Iran Israel clash

বিদেশ ডেস্ক।।

হরমুজ প্রণালির কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কনটেইনার জাহাজ আটকের ঘটনায় ইরানকে হুমকি দিয়েছে ইসরায়েল। শনিবার (১৩ এপ্রিল) নৌযানটি  আটকের বিষয়ে ইরানি সংবাদমাধ্যমের খবরে পর এই হুমকি দেওয়া হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, পরিস্থিতির আরও উত্তেজনা বাড়ানোর পথে হাঁটার  পরিণতি  ইরানকে ভোগ করতে হবে।

মুখপাত্র আরও বলেছেন, ইসরায়েল সর্বোচ্চ সতর্ক রয়েছে। ইরানি আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষার প্রস্তুতি আমরা জোরদার করেছি।এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে জায়নবাদী শাসকদের সংশ্লিষ্ট একটি কন্টেইনার জাহাজ আটক করেছে। খবরে আরও বলা হয়েছে, জাহাজটির নাম এমসিএস অ্যারিস। নৌবাহিনীর স্পেশাল ফোর্স হেলিকপ্টার অভিযানে তা আটক করেছে।

নৌযান ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে, আটক নৌযানটি জোডিয়াক মেরিটাইম নামক আন্তর্জাতিক জাহাজ কোম্পানির এমএসসি অ্যারিস।  ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল ওফার জাহাজটির আংশিক মালিক।
এদিকে হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আটক করা কনটেইনার জাহাজটিতে থাকা ২৫ জন ক্রুর মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক।

একটি সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, ইরান পণ্যবাহী জাহাজ ‘এমএসসি অ্যারিস’-এর নিয়ন্ত্রণ নিয়েছে, এই বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা জানতে পেরেছি জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাগরিক রয়েছেন। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে  ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, কল্যাণ ও দ্রুত মুক্তি নিশ্চিত করতে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে তেহরান ও দিল্লিতে যোগাযোগ করছি।

 

আরও পড়ুন: ইসরায়েলে হামলার প্রস্তুতি ইরানের, ইরানকে বাইডেনের সতর্কতা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net