মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

পত্রিকার স্টিকার পরিবহনে লাগিয়ে মাদক পাচার

এসময় প্রেস ও ‘দৈনিক ইনফো বাংলা’র স্টিকার লাগানো ১টি নোহা গাড়িকে দাঁড়ানোর সংকেত দিলে গাড়িটি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে আটক করা হয়

by ঢাকাবার্তা ডেস্ক
পত্রিকার স্টিকার পরিবহনে লাগিয়ে মাদক পাচার

তহিদুল ইসলাম রাসেল :বিশেষ প্রতিনিধি

বুধবার (২৯ নভেম্বর) রাত নয়টার সময় চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় পত্রিকার স্টিকার পরিবহনে লাগিয়ে মাদক পাচার , ২০ হাজার ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করে পুলিশ । এসময় মাদক পরিবহণে ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়। পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারকারে দুই যুবককে গ্রেপ্তার করেছে। আটকরা হলেন- ইরফানুল হক (৩২), শাহেদুল ইসলাম প্রকাশ শাহেদ (২৯)।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল করিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেনের নেতৃত্বে আজ রাত নয়টার সময় চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার যমুনা ক্লাবের সামনে চেক পোস্টা বসানো হয়। এসময় প্রেস ও ‘দৈনিক ইনফো বাংলা’র স্টিকার লাগানো ১টি নোহা গাড়িকে দাঁড়ানোর সংকেত দিলে গাড়িটি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। পরে উক্ত গাড়িটি তল্লাশি করে ইরফানুল হক ও শাহেদুল ইসলাম থেকে বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রেস স্টিকার যুক্ত গাড়িটি জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে, জানান তিনি।

 

আরও পড়ুন: সাতকানিয়ায় যুবক খুনের প্রধান আসামি গ্রেফতার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net