বুধবার, আগস্ট ৬, ২০২৫

পেটশপ ও খামারের জন্য লাইসেন্স লাগবে : রিজওয়ানা

বন অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেন।

by ঢাকাবার্তা
সৈয়দা রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার ।। 

লাইসেন্স নেওয়া ছাড়া খামার ও পোষা পাখির দোকান স্থাপন এবং পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করছে বন বিভাগ। এ জন্য পোষা পাখির দোকান মালিকদেরকে জরুরিভিত্তিতে লাইসেন্স নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা গত মঙ্গলবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২০-এর বিধি-৪ মোতাবেক লাইসেন্স নেওয়া ছাড়া কোনও খামারি পোষা-পাখির উৎপাদন, লালন-পালন, খামার স্থাপন, ক্রয়-বিক্রয় বা আমদানি-রফতানি করতে পারবেন না বা কোনও পেটশপ পরিচালনাকারী পোষা পাখি ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

লাইসেন্স নেওয়া ছাড়া খামার ও পেটশপ স্থাপন ও পরিচালনা করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কোনও ব্যক্তি ওই বিধান লঙ্ঘন করলে তিনি ১ (এক) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থ দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

প্রসঙ্গত,  গত ১৪ আগস্ট বন অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net