স্টাফ রিপোর্টার ।।
লাইসেন্স নেওয়া ছাড়া খামার ও পোষা পাখির দোকান স্থাপন এবং পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করছে বন বিভাগ। এ জন্য পোষা পাখির দোকান মালিকদেরকে জরুরিভিত্তিতে লাইসেন্স নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা গত মঙ্গলবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২০-এর বিধি-৪ মোতাবেক লাইসেন্স নেওয়া ছাড়া কোনও খামারি পোষা-পাখির উৎপাদন, লালন-পালন, খামার স্থাপন, ক্রয়-বিক্রয় বা আমদানি-রফতানি করতে পারবেন না বা কোনও পেটশপ পরিচালনাকারী পোষা পাখি ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট বন অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেন।