বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

বরুড়া উপজেলা সংস্কারে সব শিক্ষার্থী একত্রিত 

by ঢাকাবার্তা

হাসিন আরমান ।।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে “ক্লীন আপ কর্মসূচী” অনুষ্ঠিত হয়।

১০ই আগস্ট (রবিবার) উপজেলা নির্বাচন অফিসার এর সহায়তায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বরুড়া উপজেলার রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক কন্ট্রোল, বাজার মনিটরিং সহ আরো বিভিন্ন সমাজিক কাজ করেন।

এসব কাজে অংশগ্রহণ করেন মোঃ ফয়সাল হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ওসমান গনি ( কুমিল্লা বিশ্ববিদ্যালয়), সাইফুল ইসলাম ( ঢাকা বিশ্ববিদ্যালয়), রাকিব হাসান ( রাজশাহী বিশ্ববিদ্যালয়),হাসিন আরমান অয়ন (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), পলি রানী দাস (বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), নুসরাত জাহান তামান্না (বরুড়া শহীদ সৃতি সরকারি কলেজ), ফয়সাল হাসান সজীব (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ) নিপা আক্তার (বরুড়া শহীদ সৃতি সরকারি কলেজ) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net