বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

‘মুজিব’ দেখলেন বলিউড তারকারা

প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র প্রেস কনফারেন্সে নায়িকা সোনাল চৌহানসহ কথা বলেছেন শাকিব

by ঢাকাবার্তা ডেস্ক
‘মুজিব’ দেখলেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক।।

বুধবারের (২৫ অক্টোবর) দিনটা ঢাকাই সিনেমার জন্য বিশেষ হয়ে গেলো। একই দিনে বলিউডের দুটি আয়োজনের কেন্দ্রবিন্দু ছিলেন ঢাকার দুই তারকা শাকিব খান ও আরিফিন শুভ। প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র প্রেস কনফারেন্সে নায়িকা সোনাল চৌহানসহ কথা বলেছেন শাকিব। অন্যদিকে শুভ অংশ নিয়েছেন তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’র প্রিমিয়ারে।

ভারতজুড়ে বিভিন্ন ভাষায় শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পাচ্ছে ‘মুজিব’। এ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে এ প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এসেছেন ছবির সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, তুমুল জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।

mujib-mumbai in

মুম্বাইয়ে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমার থিয়েটার হলে প্রদর্শিত হয়েছে ‘মুজিব’। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।

প্রিমিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ‘মুজিব’ নির্মাতা শ্যাম বেনেগাল বলেছেন, ‘সত্যি বলতে এই ছবির নির্মাণকাজ আমি উপভোগ করেছি। আমি সম্মানিত যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা ছবিটি পছন্দ করেছেন।’

ছবিটির একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘এই ছবির অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা বাস্তব জীবনের গল্প এবং এক মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের একটা উপহার বলা যেতে পারে ছবিটিকে। আমি মনে করি, এটা এমন এক গল্প যেটা পুরো জাতির সামনে আনা প্রয়োজন। সত্যিই এর অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।’

পর্দার ‘মুজিব’ অর্থাৎ আরিফিন শুভকে পেয়ে ঘিরে ধরেন সাংবাদিকরাও। সেখানে ঢাকার এই নায়ক বলেছেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের একটা জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখবো। আর এই যে ইতিহাস বা গল্প, এটা শুধু বাংলাদেশের না। ৪৭ থেকে ৫২ এবং এরপর ৭১ সাল; ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন দুই দেশ মিলে পরষ্পরের জন্য কত কী করেছে।’

Captureshuvo2

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে আরিফিন শুভ ছাড়াও আছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।

 

আরও পড়ুনঃ বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net