সোমবার, আগস্ট ৪, ২০২৫

লোটাস কামাল ও তার স্ত্রী-কন্যাদের ব্যাংক হিসাব স্থগিত

by ঢাকাবার্তা
মুস্তাফা কামাল, কাশমিরি কামাল, কাশফি কামাল ও নাফিসা কামাল

স্টাফ রিপোর্টার ।।

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল (আ হ ম মুস্তফা কামাল) এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।

বিএফআইইউর চিঠিতে আরও যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন লোটাস কামালের স্ত্রী কাশমিরী কামাল এবং তাঁদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল।

লোটাস কামাল ও কাশমিরি কামাল

লোটাস কামাল ও কাশমিরি কামাল

আজ সোমবার বিএফআইইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এ ছাড়া এসব ব্যক্তির পিতা, মাতা, ছেলে এবং তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ।

এ নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে উল্লেখিত আট জনের পিতা, মাতা ও স্বামীর নাম, জাতীয় পরিচয়পত্র এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

কাশফি কামাল

কাশফি কামাল

বিএফআইইউ বলেছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার সময় সাধারণত বাড়ানো হয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থগিত করা সব ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net