মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

লোহিত সাগরে প্রবেশ করেছে ইরানি যুদ্ধজাহাজ

তবে বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, উন্মুক্ত জলসীমায় ২০০৯ সাল থেকে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত, জলদস্যুদের মোকাবিলা ও অন্যান্য দায়িত্ব পালনে সক্রিয় রয়েছে জাহাজটি।

by ঢাকাবার্তা ডেস্ক
লোহিত সাগরে প্রবেশ করেছে ইরানি যুদ্ধজাহাজ

বিদেশ ডেস্ক।।

লোহিত সাগরে প্রবেশ করেছে ইরানি যুদ্ধজাহাজ আলবর্জ। সোমবার (১ জানুয়ারি) দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ইরানপন্থি হুথিদের হামলায় সৃষ্ট উত্তেজনার মধ্যে এ খবর সামনে এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আলবর্জ যুদ্ধজাহাজে মিশন সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেনি তাসনিম। তবে বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, উন্মুক্ত জলসীমায় ২০০৯ সাল থেকে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত, জলদস্যুদের মোকাবিলা ও অন্যান্য দায়িত্ব পালনে সক্রিয় রয়েছে জাহাজটি। নভেম্বর থেকে লোহিত সাগরে নৌযান লক্ষ করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনে এসব হামলা চালাচ্ছে তারা। কবে লোহিত সাগরে আলবর্জ যুদ্ধজাহাজ প্রবেশ করে তা উল্লেখ করেনি তাসনিম। শুধু বলেছে, বাব আল-মান্দাব প্রণালি দিয়ে প্রবেশ করেছে জাহাজটি।  সামাজিক যোগাযোগমাধ্যমে সত্যতা নিশ্চিত হওয়া খবরে বলা হচ্ছে, শনিবার এটি লোহিত সাগরে প্রবেশ করেছে।

ইরানের নৌবাহিনীর ৩৪তম বহরের অংশ আলভান্দ শ্রেণির ডেস্ট্রয়ার আলবর্জ। ইরানের প্রেস টিভির খবর অনুসারে, ২০১৫ সাল থেকে এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তর ও বাব আল-মান্দাব প্রণালিতে টহল দিয়েছে এই যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বলেছে, ইরানি নৌবাহিনীর হয়ে তারা মন্তব্য করতে পারে না কিংবা ইরানি নৌযানের গতিবিধির অনিশ্চিত খবরের ওপর তারা মন্তব্য করে না।

শনি ও রবিবার হুথিরা মারস্ক কোম্পানির একটি কনটেইনার জাহাজে আক্রমণ করেছে। এই ঘটনায় ৪৮ ঘণ্টার জন্য লোহিত সাগরে নিজেদের নৌযান চলাচল স্থগিত করেছে কোম্পানিটি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net