বিদেশ ডেস্ক।।
লোহিত সাগরে প্রবেশ করেছে ইরানি যুদ্ধজাহাজ আলবর্জ। সোমবার (১ জানুয়ারি) দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ইরানপন্থি হুথিদের হামলায় সৃষ্ট উত্তেজনার মধ্যে এ খবর সামনে এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আলবর্জ যুদ্ধজাহাজে মিশন সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেনি তাসনিম। তবে বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, উন্মুক্ত জলসীমায় ২০০৯ সাল থেকে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত, জলদস্যুদের মোকাবিলা ও অন্যান্য দায়িত্ব পালনে সক্রিয় রয়েছে জাহাজটি। নভেম্বর থেকে লোহিত সাগরে নৌযান লক্ষ করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনে এসব হামলা চালাচ্ছে তারা। কবে লোহিত সাগরে আলবর্জ যুদ্ধজাহাজ প্রবেশ করে তা উল্লেখ করেনি তাসনিম। শুধু বলেছে, বাব আল-মান্দাব প্রণালি দিয়ে প্রবেশ করেছে জাহাজটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সত্যতা নিশ্চিত হওয়া খবরে বলা হচ্ছে, শনিবার এটি লোহিত সাগরে প্রবেশ করেছে।