মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদূঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের মত এবারও বৃহস্পতিবার থেকে এই সংলাপ শুরু হচ্ছে।

by ঢাকাবার্তা ডেস্ক
সিলেটে-শুরু-হচ্ছে-বাংলাদেশ-ভারত-ফ্রেন্ডশিপ-সংলাপ
সিলেটে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শুরু হচ্ছে।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদূঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের মত এবারও বৃহস্পতিবার থেকে এই সংলাপ শুরু হচ্ছে।
বুধবার বিকালে সিলেট নগরীর রোজ ভিউ হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম শামছুল আরেফিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার বিকাল ৪টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে সংলাপের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।এদিন বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ভারতের সাবেক মন্ত্রী এম জে আকবর ও ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।
সংলাপে বাংলাদেশের ছয়জন মন্ত্রী, ২০ জন সংসদ সদস্যসহ জাতীয় নেতারা অংশ নেবেন। অপরদিকে অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধিদল সিলেটে পৌঁছেছেন।
শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। এদিন সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রী কে এম খালিদ।
শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ আহমদ আল কবির, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার।

আরও পড়্রুনঃ ভিসা নীতির প্রয়োগ হতে পারে মতামত প্রচারে গণমাধ্যমকে বাধা দিলেও: পিটার হাস

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net