শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সরকারি স্কুলে ৫% কোটা আহত-নিহতদের পরিবারের জন্য

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।।

২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (২ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এতে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের মতো জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদদের পরিবারের সদস্যদের জন্যও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

আবেদনের সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

ভর্তি কার্যক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই অভ্যুত্থানে শহীদদের গেজেট যথাযথ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net