স্টাফ রিপোর্টার ।।
রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে গত ১৫ বছরে ৮০ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে দায়িত্ব গ্রহণের পর তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, ‘গত ১৫ বছরে পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের রাজনৈতিক পরিচয় ও পারিবারিক পটভূমি খতিয়ে দেখা হয়েছে। এমনকি তাদের পূর্বপুরুষদের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যও যাচাই করা হয়েছে।’
তিনি জানান, দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে এভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদের চাকরিচ্যুত করার বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।

ডিএমপির সংবাদ সম্মেলন
ডিএমপি কমিশনার আরও বলেন, ছাত্র আন্দোলনের সময় কিছু পুলিশ সদস্য পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেছেন এবং অনেকেই পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে পুলিশ বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর কিছু সদস্যের অপেশাদার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে কমিশনার বলেন, ‘আমরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছি এবং এ ধরনের ভুল এড়ানোর জন্য আমাদের আরও পেশাদার হতে হবে।’