সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

দূষণ থেকে বাঁচতে দিল্লি ছেড়ে জয়পুরে সোনিয়া

কংগ্রেস সূত্রের খবর, সোনিয়া সেখানে কয়েক দিন থাকবেন। দিল্লিতে দূষণের মাত্রা কমলে ফিরে আসবেন।

by ঢাকাবার্তা
সোনিয়া গান্ধী

ঢাকাবার্তা ডেস্ক ।। 

দিল্লির মাত্রাছাড়া দূষণ এড়াতে চিকিৎসকের পরামর্শে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জয়পুরে চলে গেলেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি জয়পুরে পৌঁছান। তাঁর সঙ্গে মরুশহর রাজস্থানের রাজধানীতে গেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, সোনিয়া সেখানে কয়েক দিন থাকবেন। দিল্লিতে দূষণের মাত্রা কমলে ফিরে আসবেন।

দীপাবলির পর রাজধানী দিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকার দূষণ মাত্রাছাড়া হয়ে যায়। সোনিয়ার চিকিৎসকেরা এ অবস্থায় তাঁকে দিল্লি ছেড়ে জয়পুরে চলে যাওয়ার পরামর্শ দেন। সোনিয়া শ্বাসকষ্টের রোগী। এ রোগে এর আগে তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দূষণ তাঁর শারীরিক কষ্ট আরও বাড়িয়ে দেয়।

গত রোববার দিল্লির আবহাওয়া ছিল ঝকঝকে। দূষণ কমে বাতাস মান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৬০০ থেকে কমে দাঁড়িয়েছিল ৯০–এ। কিন্তু রোববার সন্ধ্যা–রাতে দেদার আতশবাজির ফলে সোমবার দূষণের পরিমাণ ৪৫০ ছাড়িয়ে যায়। গতকাল মঙ্গলবার ও আজ বুধবারও অবস্থা একই রকম।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net