বিদেশ ডেস্ক।।
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার ভিতরে এখনও অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। কোনো প্রমাণ ছাড়া তারা এবং যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, এই হাসপাতাল হলো যোদ্ধাগোষ্ঠী হামাসের ঘাঁটি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ হাজির করেনি ইসরাইলি সেনারা বা অন্য কেউ। ওই অভিযোগে মঙ্গলবার থেকে হাসপাতালের ভিতরে অভিযান চালাচ্ছে ইসরাইলিরা। প্রেসিডেন্ট আইজাক হারজগ যে ইঙ্গিত দিয়েছেন, তাতে গাজাকে দখল করে নিতে পারে ইসরাইল। ওদিকে যুদ্ধবিরতির আহ্বান জোরালো হচ্ছে। কিন্তু গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধ আশা করা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় মানবিক কারণে যুদ্ধে বিরতি দেয়ার আহ্বান সম্বলিত একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। তবে এতে ভোট দেয়া থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র, বৃটেন ও রাশিয়া।
যুদ্ধবিরতির আহ্বান সেখানে কানেই তোলা হয়নি। আল শিফা হাসপাতালের ভিতরে থাকা একজন ডাক্তারের মতে, বৃহস্পতিবার হাসপাতালে আবারও অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
বুধবার সেখান থেকে কয়েক ঘণ্টার অভিযানে কিছু অস্ত্র উদ্ধারের দাবি করেছে তারা। কিন্তু এমন দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। আল শিফা সম্পর্কে বিভ্রান্তিকর মিথ্যা তথ্যের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, ৭ই অক্টোবর থেকে ইসরাইলের হামলায় কমপক্ষে ১১,৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরাইলে নিহত হয়েছে কমপক্ষে ১২০০ মানুষ। ওদিকে ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেছেন, যুদ্ধ শেষ হয়ে গেলে গাজায় ইসরাইলের খুবই শক্তিশালী বাহিনী বহাল থাকবে। সেখানে শূন্যস্থান রাখা যাবে না।
তিনি প্রশ্ন রাখেন, আমরা যদি চলে আসি তাহলে এর (নিয়ন্ত্রণ) নেবে কে? আমরা ওই স্থানকে ফাঁকা রেখে আসতে পারি না। কি মেকানিজম হবে তা আমাদেরকে ভাবতে হবে। গাজাকে আবার ‘সন্ত্রাসীদের’ আস্তানা হতে দিতে পারে না কেউ। যতদিন প্রয়োজন হবে ততদিন সেখানকার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইল। যুদ্ধপরবর্তীতে গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো ভূমিকাকে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। তার উগ্র ডানপন্থি সরকার আরও একটু এগিয়ে গিয়ে বলেছে, ২০০৫ সালে অবৈধ যে বসতি ছিল তা নতুন করে প্রতিষ্ঠা করা উচিত। কিন্তু তাদের এই বক্তব্য ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে যায়। যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধ শেষ হয়ে গেলে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ দেয়া হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে। বার বার সতর্ক করে বলা হয়েছে, গাজা উপত্যকাকে নতুন করে দখল করে নেয়া উচিত হবে না ইসরাইলের। বুধবার জো বাইডেন বলেছেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দুই পক্ষের এই যুদ্ধ শেষ হবে না।
আরও পড়ুন: দূষণ থেকে বাঁচতে দিল্লি ছেড়ে জয়পুরে সোনিয়া