বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

তিন দিনে আয় ৪০০ কোটি টাকা!

রণবীর কাপুর আর রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। ছবিটি সবে গত শুক্রবার মুক্তি পেয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
তিন দিনে আয় ৪০০ কোটি টাকা!

বিনোদন ডেস্ক।।

অন্তরঙ্গ দৃশ্য, ঝাঁজালো সংলাপ, হিংস্রতা, রক্তপাত, ছবির পরিচালকের বিরুদ্ধে নারীবিদ্বেষী মনোভাবের অভিযোগসহ আরও নানা বিতর্কের জালে জড়িয়ে ‘অ্যানিমেল’ সিনেমাটি। ছবিটি ঘিরে একদিকে যেমন বিপুল আগ্রহ, আবার সমালোচনা উঠে আসছে বারবার। এত বিতর্কের মধ্যেও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির বক্স অফিসে কোটি টাকার বাজারে রমরমা। অনেক ব্লকবাস্টার ছবিকে এখনই পেছনে ফেলে দিয়েছে ‘অ্যানিমেল’।

রণবীর কাপুর আর রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। ছবিটি সবে গত শুক্রবার মুক্তি পেয়েছে। কিন্তু এরই মধ্যে এই ছবি বক্স অফিসের বেশ কিছু রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। গতকাল রোববার ‘অ্যানিমেল’ বক্স অফিসে আরও দাপুট বেড়েছে। প্রথম তিন দিনের হিসাবের নিরিখে ছবিটি শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির থেকে মাত্র চার কোটি রুপি পেছনে আছে।

চলতি বছর বলিউডকে প্রথম চূড়ান্ত সাফল্যের মুখ দেখিয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’। এরপর সানি দেওলের ‘গদার ২’ এক দুরন্ত সাফল্যের কাহিনি লিখেছিল। এর প্রায় একই সঙ্গে কিং খানের আরেক ছবি ‘জওয়ান’ বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এদিকে সালমান খানের ‘টাইগার থ্রি’ গুটি গুটি পায়ে ভালোই ব্যবসা করে চলেছে। বছরের শেষে এসে আবার বলিউডকে সাফল্যের মুখ দেখাল রণবীরের ‘অ্যানিমেল’।

গত দুই বছর হিন্দিবলয় রাজ্যগুলোতে দক্ষিণি ছবির রমরমা বাজার ছিল। বলিউডের অবস্থা তখন দারুণ শোচনীয় ছিল। এ বছর শাহরুখ, সানি, রণবীরের হাত ধরে আবার অক্সিজেন ফিরে পেয়েছে বলিউড। বছরের শেষে এসে রীতিমতো গর্জাচ্ছে ‘অ্যানিমেল’। ট্রেলার মুক্তির পর থেকে এই ছবি ঘিরে সবার আরও কৌতূহল বাড়তে দেখা গেছে। গত তিন দিনে সন্দীপ রেড্ডির এই ছবি ঝড়ের গতিতে ছুটছে।

রোববার ‘অ্যানিমেল’ ছবির আয়ের অঙ্ক দেখে অনেকেই ধরে নিয়েছে, খুব শিগগির ছবিটি অনেক রেকর্ড ভাঙতে চলেছে। গতকাল এই ছবির থলেতে এসেছে ৭২ দশমিক ৫০ কোটি রুপি। রণবীরের এই ছবি ওপেনিং ডেতে ৬৩ দশমিক ৮ কোটি আয় করেছিল। আর গত শনিবার  মুক্তির দ্বিতীয় দিন ৬৬ দশমিক ২৭ কোটি আয় করেছিল রণবীরের ছবিটি।

সব মিলিয়ে অ্যানিমেল’ ছবিটি আয় করেছে ২০২ দশমিক ৫৭ কোটি। আর দুনিয়াজুড়ে এই ছবির আয়ের অঙ্ক ৩০০ কোটি পার করে ফেলেছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা।

 

আরও পড়ুন: সমালোচকদের তোয়াক্কা না করে বইছে ‘অ্যানিমেল’ ঝড়

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net