বিদেশ ডেস্ক।।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার তাদের ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের আইন মন্ত্রণালয়ের বার্তা সংস্থা মিজান-এর খবরে বলা হয়েছে, জায়নবাদী শাসকদের সঙ্গে সম্পর্কিত নাশকতাকারী গোষ্ঠীর চার সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। পশ্চিম আজারবাইজান প্রদেশে শুক্রবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাফা হানারেহ, আরাম ওমারি, রহমান পারহাজো ও নাসিম নামাজি। তাদেরকে ইরানের আইন অনুযায়ী ‘আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি’ এবং ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’র অপরাধে ফাঁসিতে ঝোলানো হয়। ২০২২ সালের অক্টোবরে তাদেরকে আটক করার কথা জানানো হয়েছিল।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের প্রধান কর্মকর্তা নাসের আতাবাতি জানিয়েছেন, এই গোষ্ঠীর সদস্যরা বেশ কয়েকবার তাদের দায়িত্ব সম্পন্ন করার পর মোসাদ কর্মকর্তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছে। মোসাদ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে তাদের যোগাযোগ হতো এবং তারা ওই প্রদেশের পাশাপাশি রাজধানী তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে।
ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইরান। দুই দেশ দীর্ঘ দিন ধরে একে অপরের বিরুদ্ধে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে। ১৬ ডিসেম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে মোসাদের হয়ে কাজ করার জন্য দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।এর আগে ২০২২ সালের ডিসেম্বরে চারজনকে ফাঁসি দেয় ইরান। তাদেরকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
আরও পড়ুন: জনপ্রিয় ৯এমএম পিস্তলের উদ্ভাবক মারা গেছেন