ঢাকাবার্তা ডেস্ক ।।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আইওয়া রাজ্যের ককাসের ভোটে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিসকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচনের পথে একধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই যুদ্ধে আইওয়া রাজ্যের রিপাবলিকান ককাসের দিকেই নজর ছিল দেশটির নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম সবারই। সোমবার রাতে ককাসের ভোট শুরু হয়।
এদিকে চারটি অপরাধমূলক কাণ্ডে জড়িত থাকার পরেও ট্রাম্পের এই জয় রিপাবলিকান পার্টির ওপর তার আধিপত্য ইঙ্গিত করে।